ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

২০ বছরের মধ্যে চীনের মুদ্রার সর্বোচ্চ দরপতন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ২৮ সেপ্টেম্বর ২০২২  
২০ বছরের মধ্যে চীনের মুদ্রার সর্বোচ্চ দরপতন

মার্কিন ডলারের বিপরীতে চীনের মুদ্রা ইউয়ানের দাম ৭ দশমিক ২ শতাংশ কমেছে। গত ২০ বছরের মধ্যে এটাই সর্বোচ্চ দরপতন বলে বুধবার জানিয়েছে বিবিসি।

২০১১ সালে ডলারের বিপরীতে ইউয়ানের সর্বোচ্চ দরপতন ঘটেছিল। সম্প্রতি মুদ্রাস্ফীতির কারণে চীনের অভ্যন্তরেও ইউয়ানের দর কমেছে। ২০০৮ সালের পর চলতি বছরই দেশটিতে ইউয়ান সবচেয়ে বেশি দুর্বল হয়েছে। 

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক চলতি মাসের শুরুতে আবার সুদের হার বাড়িয়েছে। এর পরপরই অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি অব্যাহত রয়েছে।

চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অফ চায়না (পিবিওসি) জানিয়েছে, বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করা হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার এবং ইউয়ান  স্থিতিশীল হওয়ার জন্য একটি শক্ত ভিত্তি রয়েছে।

চীনের বেশ কয়েক জন মুদ্রা ব্যবসায়ী জানিয়েছেন, বুধবার কর্পোরেট ডলার ক্রয় খুব শক্তিশালী ছিল, ইউয়ানের উপর এটি অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়