ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আবারও ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ২৯ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ২২:৫৬, ২৯ সেপ্টেম্বর ২০২২
আবারও ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আবারও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয় বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে। 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দক্ষিণ কোরিয়া ছেড়ে যাওয়ার কয়েক ঘণ্টারও কম সময়ের মধ্যে পিয়ংইয়ং তৃতীয়বার এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, তারা ‘দক্ষিণ পিয়ংগান প্রদেশের সানচন এলাকা থেকে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ’ শনাক্ত করেছে।

সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের সামরিক বাহিনী নজরদারি করছে ও নজরদারি জোরদার করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখছে।’

টোকিওর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে জাপানের উপকূলরক্ষীরা জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়