ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিদ্যুতের দাবিতে কিউবায় ব্যাপক বিক্ষোভ 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ১ অক্টোবর ২০২২  
বিদ্যুতের দাবিতে কিউবায় ব্যাপক বিক্ষোভ 

বিদ্যুতের দাবিতে কিউবায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। গত জুলাই মাসের পর রাজধানী কিউবায় এটিই সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ বলে জানিয়েছে রয়টার্স।

বার্তা সংস্থাটি জানিয়েছে, কিউবানরা শুক্রবার গভীর রাতে হাভানার রাস্তায় দ্বিতীয় রাতের মতো বিক্ষোভ করেছে।

পশ্চিমাঞ্চলীয় প্লেয়ার পাড়ায় অন্তত একটি বিক্ষোভে কয়েক শতাধিক লোক যোগ দেয়। তারা ‘আলো জ্বালিয়ে দাও’ স্লোগান দিয়েছিল। একইসঙ্গে তারা প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেলের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল। এক পর্যায়ে তারা স্প্যানিশ ভাষায় স্বাধীনতার জন্য বা ‘লিবার্টাদ’ স্লোগান দিতে শুরু করে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে হাভানার অন্যান্য এলাকাতেও বিক্ষোভ হয়েছে। 

মঙ্গলবার রাতে কিউবার পিনার ডেল রিও প্রদেশে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়ান। দেশটির কয়েক দশকের পুরনো বৈদ্যুতিক গ্রিডে কয়েক মাস ধরেই সমস্যা হচ্ছিল। দেশটির অধিকাংশ অঞ্চলে লোডশেডিং হয়ে উঠছিল দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু ঘূর্ণিঝড় ইয়ানের তাণ্ডবে পুরো ব্যবস্থাটিতেই বিপর্যয় দেখা দেয়। এর ফলে ক্যারিবীয় দ্বীপদেশটির এক কোটি ১০ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়