ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গাড়ি পুকুরে, ২৬ তীর্থযাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ২ অক্টোবর ২০২২   আপডেট: ১১:০৮, ২ অক্টোবর ২০২২
গাড়ি পুকুরে, ২৬ তীর্থযাত্রীর মৃত্যু

ভারতের কানপুরে যাত্রীবাহী একটি ট্রাক্টর ট্রলি নিয়ন্ত্রণে হারিয়ে পুকুরে পড়ে ২৬ তীর্থযাত্রী মারা গেছেন। আহত হয়েছেন ২০ জন। 

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (১ অক্টোবর) রাতে কানপুরের ঘাটমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাড়িটি উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফিরছিল। কানপুরের কাছে পৌঁছালে সেটা নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ঘটনার পর দ্রুত উদ্ধার কাজে যোগ দেন স্থানীয়রা। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আহতদের উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পরপরই শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়