ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘ধন্যবাদ পুলিশ’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ২ অক্টোবর ২০২২  
‘ধন্যবাদ পুলিশ’

হিজাব বিরোধী বিক্ষোভ দমনে পুলিশের প্রতি সমর্থন জানিয়েছে ইরানের পার্লামেন্ট সদস্যরা। রোববার তারা পার্লামেন্টের অধিবেশন চলাকালে ‘ধন্যবাদ পুলিশ’ বলে স্লোগান দিয়েছেন।

গত মাসের মাঝামাঝি সময়ে ইরানের কুর্দিস্তান থেকে রাজধানী তেহরানে যাওয়া ২২ বছর বয়সী নারী মাশা আমিনিকে হিজাব আইন লংঘনের দায়ে গ্রেপ্তার করেছিল নীতি পুলিশ। পরে পুলিশি হেফাজতে মাশার মৃত্যু হয়। এর প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রোববার নরওয়েভিত্তিক সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, দেশটিতে গত দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে অন্তত ৯২ জন নিহত হয়েছে।

ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আনুগত্যের অঙ্গীকার করে আইন প্রণেতারা স্লোগান দিয়েছেন, ‘আমাদের শিরায় রক্ত ​​আমাদের নেতার জন্য একটি উপহার।’

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রোববার কেরামানশাহ, শিরাজ ও মাশহাদ শহরে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। এসময় বিক্ষোভকারীরা ‘স্বাধীনতা, মুক্তি , খামেনির মৃত্যু’ স্লোগান দিয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়