ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফুটবল মাঠে সংঘর্ষ: নিহতের সংখ্যা ১৭৪ থেকে কমিয়ে ১২৫ করলো ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ৩ অক্টোবর ২০২২   আপডেট: ১৩:১১, ৩ অক্টোবর ২০২২
ফুটবল মাঠে সংঘর্ষ: নিহতের সংখ্যা ১৭৪ থেকে কমিয়ে ১২৫ করলো ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের একটি ফুটবল স্টেডিয়ামে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে। তবে নিহতের সংখ্যায় একটি সংশোধনী দিয়েছে কর্তৃপক্ষ। প্রথমে এ ঘটনায় ১৭৪ জন নিহতের কথা বলা হলেও পরে এটি সংশোধন করে ১২৫ জন নিহতের কথা বলা হয়েছে। 

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ফুটবল ট্র্যাজেডি: ধারণক্ষমতার চেয়ে বেশি বিক্রি হয় টিকিট

আল জাজিরা জানায়, দেশটির ন্যাশনাল পুলিশ প্রধান লিস্টিও সিগিত প্রবোও বলেছেন, মৃতের সংখ্যা ১৭৪ থেকে ১২৫ জনে সংশোধন করা হয়েছে।

পূর্ব জাভার ভাইস গভর্নর এমিল দারদাক বলেন, মৃতের সংখ্যা ১২৫-এ নামিয়ে আনা হয়েছে। কিছু নাম দুই বার রেকর্ড করা হয়েছিল। এ কারণে সংখ্যাগত এই বিভ্রাট ঘটেছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ফুটবল স্টেডিয়ামে দুই দলের সমর্থকদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় পদদলিত হয়ে ১২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জন। স্থানীয় সময় শনিবার (২ অক্টোবর) রাতে দেশটির পূর্বাঞ্চলের মালাং শহরে এ ঘটনা ঘটে।

পড়ুন; খেলার মাঠে মৃত্যু: একটি দুঃখজনক পরিসংখ্যান

/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়