ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অসুরের পরিবর্তে মহাত্মা গান্ধীকে বধ করছে দুর্গা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ৪ অক্টোবর ২০২২   আপডেট: ১৬:৪৩, ৪ অক্টোবর ২০২২
অসুরের পরিবর্তে মহাত্মা গান্ধীকে বধ করছে দুর্গা

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি পূজা মণ্ডপে দুর্গার পায়ের নিচে অসুরের পরিবর্তে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি বসানো হয়েছে। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুর্গাকে চশমা পরিহিত ও হাতে লাঠি থাকা মহাত্মা গান্ধীর বুকের দিকে ত্রিশুল তাক করে থাকতে দেখা গেছে। এতে মণ্ডপে আসা অর্চনাকারীদের মধ্যে ক্ষোভ দেখা দিলে পরে ওই মূর্তির মাথায় পরচুলা পরানো হয় এবং অসুরের মতো গোঁফ যুক্ত করা হয়। যেই মণ্ডপে মহাত্মা গান্ধীকে অসুর মূর্তির জায়গায় প্রতিস্থাপিত করা হয়েছে, তার আয়োজক সর্বভারতীয় হিন্দু মহাসভা।

ভারতীয় পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।

সম্প্রতি চরমপন্থি হিন্দু সংগঠনগুলো খোলামেলাভাবেই জাতির জনক মহাত্মা গান্ধীর সমালোচনা শুরু করেছে। তাদের ক্ষোভের কারণ হচ্ছে, মহাত্মা গান্ধী তার রাজনৈতিক জীবনে মুসলমানদের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন এবং পাকিস্তানের প্রতি নমনীয় ছিলেন।

সর্বভারতীয় হিন্দু মহাসভার নেতা চন্দ্রচূড় গোস্বামী এই কর্মকাণ্ডের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, অসুর মূতির সঙ্গে ‘গান্ধীর শারীরিক মিল’ রয়েছে এবং তারা তাকে ‘জাতির পিতা’ মনে করেন না।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়