ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ১৩ অক্টোবর ২০২২  
কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া দুটি দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এর মাধ্যমে দেশটি কৌশলগত পারমাণবিক হামলা চালাতে আরও বেশি সক্ষম হলো বলে জানিয়েছেন শীর্ষনেতা কিম জং উন।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার এই পরীক্ষা চালানো হয়েছিল। ‘কৌশলগত পারমাণবিক অস্ত্র পরিচালনার জন্য’ কোরিয়ান পিপলস আর্মির ‘লড়াই দক্ষতা এবং শক্তি বৃদ্ধি’ করার লক্ষ্যে ক্রুজ ক্ষেপণাস্ত্রের’ এই পরীক্ষা হয়েছে।

গত কয়েক মাস ধরে বিভিন্ন রেঞ্জের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আশঙ্কা করা হচ্ছে, শিগগিরই দেশটি নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে।

কেসিএনএ জানিয়েছে, পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্র দুটি সাগরের ওপর দিয়ে দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। তবে এগুলোর লক্ষ্যবস্তু কোথায় ছিল তা জানানো হয়নি। 

পরীক্ষার প্রশংসা করে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন বলেছেন, ‘পারমাণবিক যুদ্ধ বাহিনী ‘প্রকৃত যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতিতে’ রয়েছে এবং এটি ‘শত্রুদের কাছে পাঠানো স্পষ্ট সতর্কবার্তা।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়