ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গলফের সূত্র দিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ট্রাম্পকে ক্ষেপিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ১৫ অক্টোবর ২০২২   আপডেট: ২০:৪৭, ১৫ অক্টোবর ২০২২
গলফের সূত্র দিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ট্রাম্পকে ক্ষেপিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গলফ খেলার সূত্র দিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষেপিয়ে তুলেছিলেন তিনি। নেতানিয়াহু তার লেখা স্মৃতিচারণমূলক বইতে এই স্বীকারোক্তি দিয়েছেন। বাজারে আসার আগেই বইয়ের একটি কপি হাতে পেয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

বইটিতে নেতানিয়াহু বলেছেন, মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় ইসরায়েলের জন্য ট্রাম্পের সমর্থন আদায়ে তিনি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র সাইটগুলির মানচিত্র এবং তেহরানে মোসাদের অভিযান থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্য ব্যবহার করেছেন। এছাড়া ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র যাতে বের হয়ে যায় সেজন্যও এসব নথি ব্যবহার করা হয়েছিল।

বিবি নামে পরিচিত ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি ট্রাম্প সহানুভূতিশীল ছিলেন এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি তার দৃষ্টিভঙ্গিও ইতিবাচক ছিল। ট্রাম্পের সেই দৃষ্টিভঙ্গি যাতে বদলে যায় সেজন্য নেতানিয়াহু গলফ খেলার সূত্র ও নিউ ইয়র্ক শহরের ম্যাপ ব্যবহার করেছেন।

নেতানিয়াহু তার বইতে লিখেছেন, কাগজপত্র দীর্ঘসময় দেখা বা পড়ার ব্যাপারে ট্রাম্পের অনীহা ছিল। তাই ট্রাম্পকে স্বল্প সময়ের মধ্যে ফিলিস্তিনিদের বিষয়টি বোঝানোর জন্য ভিডিও তৈরি করেছিল ইসরায়েলি কর্মকর্তারা।

বিবি লিখেছেন, ‘প্রেসিডেন্টের জন্য একটি সাধারণ স্লাইড তৈরি করা হয়েছিল। এতে তেল আবিব থেকে ১৯৬৭ সালের সীমান্ত লাইনের দূরত্ব দেখানো হয়েছিল, যেখানে ফিলিস্তিনিরা আমাদের পিছু হটাতে চেয়েছিল। ট্রাম্প টাওয়ার থেকে জর্জ ওয়াশিংটন দূরত্ব দূরত্ব মানচিত্রটিতে বসিয়ে দেওয়া হয়েছিল।’

আমি বললাম, ‘মিস্টার প্রেসিডেন্ট আপনি কি এমন একটি দেশকে সুযোগ দিতে চান, যেটি আপনাকে জর্জ ওয়াশিংটন সেতুতে একটি রাষ্ট্র স্থাপন করতে চায়? অবশ্যই না,  আমরাও দিব না।’

এ সময়ের ট্রাম্পের প্রিয় খেলা গলফের সূত্র হাজির করা হয় উল্লেখ করে নেতানিয়াহু লিখেছেন,  ‘মিস্টার প্রেসিডেন্ট, আমিরাতের সঙ্গে শান্তি হল পাঁচ ফুটের পুট। সৌদিদের সাথে শান্তি ৩০ ফুট পুট এবং ফিলিস্তিনিদের সাথে শান্তির দূরত্ব হচ্ছে একটি ইটের প্রাচীরের মধ্য দিয়ে গর্ত।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়