ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনার টিকার ১০ কোটি ডোজ নষ্ট করেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ২১ অক্টোবর ২০২২   আপডেট: ২৩:০২, ২১ অক্টোবর ২০২২
করোনার টিকার ১০ কোটি ডোজ নষ্ট করেছে ভারত

মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ভারতীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) তাদের ১০ কোটি ডোজ করোনার টিকা নষ্ট করে ফেলেছে। কম চাহিদার কারণে প্রতিষ্ঠানটি গত বছরের ডিসেম্বরে তাদের টিকা কোভিশিল্ডের উৎপাদন বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাহি আদর পুনাওয়ালা 

বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে সিরাম ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাক্সিজাভরিয়া টিকার স্থানীয় সংস্করণ তৈরি করছে। ভারতে করোনার যেসব টিকা দেওয়া হয়েছে তার ৯০ শতাংশই হচ্ছে কোভিশিল্ড। ভারত এ পর্যন্ত করোনার টিকার ২০০ কোটি ডোজ দিয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতীয় জনসংখ্যার ৭০ শতাংশেরও বেশি কমপক্ষে দুটি ডোজ গ্রহণ করেছে। জুলাই মাসে দেশটিতে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। তবে এর সংখ্যা মাত্র ২৯ কোটি ৮০ লাখ।

বৃহস্পতিবার সাংবাদিকদের পুনাওয়ালা বলেছেন,‘বুস্টার ডোজগুলোর কোনও চাহিদা নেই। কারণ মানুষ এখন কোভিডের ব্যাপারে বিরক্ত বলে মনে হচ্ছে। সত্যি বলতে, আমিও বিরক্ত, আমরা সবাই বিরক্ত।’

পুনাওয়ালার মতে, সিরামের কাছে কোভিশিল্ডের প্রায় ১০ কোটি ডোজ মজুদ রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই এগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়