ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইরানে হিজাববিরোধী বিক্ষোভকারীদের ওপর ফের হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ২৭ অক্টোবর ২০২২  
ইরানে হিজাববিরোধী বিক্ষোভকারীদের ওপর ফের হামলা

২৪ ঘণ্টা না পেরুতেই আবারও হিজাববিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে ইরানি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিক্ষোভের আরেক প্রতীক নিকা শাকারামির মৃত্যুর ৪০ দিন পূর্তি উপলক্ষে বিক্ষোভ মিছিল বের হলে এ হামলার ঘটনা ঘটে।

নিকার পারিবারিক সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, খোররামাবাদে নিকার কবরের পাশে বিক্ষোভকারীরা জড়ো হলে নিরাপত্তা বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বুধবারও বিভিন্ন শহরে নিকার নামযুক্ত ব্যানার বহন করে বিক্ষোভ করেছে হিজাববিরোধীরা। বিক্ষোভকারীদের হাতে ‘আমরা তোমার মৃত্যুর প্রতিশোধ নেব প্রিয় নিকা’ লেখা ব্যানার ছিল।

২০ সেপ্টেম্বর তেহরানে হিজাববিরোধী বিক্ষোভের সময় নিজের হিজাব পুড়িয়ে আলোচনায় আসেন নিকা। ওই দিনই সে গুম হয়। এর আগ মুহুর্তে সে বন্ধুদের জানিয়েছিল, তাকে পুলিশ ধাওয়া করছে। ১০ দিন পর একটি মর্গে নিকার মরদেহের সন্ধান পায় পরিবারের সদস্যরা। নিকার মায়ের দাবি, নিরাপত্তা বাহিনী তার মেয়েকে হত্যা করেছে। তবে নিরাপত্তা বাহিনী অভিযোগ অস্বীকার করে বলেছে, আত্মসমর্পণে অস্বীকৃতি জানিয়ে নিকা একটি ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়