ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পার্ক ও বিনোদন কেন্দ্রে নারীদের প্রবেশ নিষিদ্ধ করলো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ১০ নভেম্বর ২০২২   আপডেট: ২১:০৬, ১০ নভেম্বর ২০২২
পার্ক ও বিনোদন কেন্দ্রে নারীদের প্রবেশ নিষিদ্ধ করলো তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলের পার্ক ও বিনোদন কেন্দ্রে নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালেবান।  প্রিভেনশন অব ভাইস অ্যান্ড প্রমোশন অব ভার্চু মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ সাদেক মোহাজির এ তথ্য জানিয়েছেন।

এর আগে তালেবান পুরুষ সঙ্গী ছাড়া নারীদের ভ্রমণ নিষিদ্ধ করেছিল। সহ-শিক্ষাব্যবস্থার কারণে মেয়েদের অনেক মাধ্যমিক বিদ্যালয় এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রাখা হয়েছে।

মোহাম্মদ আকিফ সাদেক মোহাজির বলেছেন, ‘গত ১৫ মাস ধরে, আমরা এর ব্যবস্থাপনা ও পৃথক করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, এমনকি দিনগুলিও নির্দিষ্ট করেছি। তবে এখনও কিছু জায়গায় - আসলে, আমাদের বলতে হবে অনেক জায়গায় - নিয়ম লঙ্ঘন করা হয়েছিল," তিনি এএফপিকে বলেছেন। ওই সব স্থানে (নারী ও পুরুষের) মিশ্রন ছিল, হিজাব পরতে দেখা যায়নি, তাই আপাতত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়