ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ১৮ নভেম্বর ২০২২   আপডেট: ২২:০৭, ১৮ নভেম্বর ২০২২
ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার সুমাত্রার দক্ষিণ-পশ্চিমে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার শুক্রবার এ তথ্য জানিয়েছে।

ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৩৭ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল সুমাত্রার পশ্চিম উপকূলীয় শহর বেঙ্কুলুকু থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। 

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, অগভীর ভূমিকম্পের প্রাথমিক মাত্রা ছিল ৬ দশমিক ৯। 

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানা যায়নি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়