ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঝুলন্ত পার্লামেন্টের পথে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ২০ নভেম্বর ২০২২   আপডেট: ১৭:০৪, ২০ নভেম্বর ২০২২
ঝুলন্ত পার্লামেন্টের পথে মালয়েশিয়া

মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই। এর ফলে দেশটি ঝুলন্ত পার্লামেন্ট পেতে যাচ্ছে। দেশটির রাজা সোমবার দুপুর ২টার মধ্যে সরকার গঠনের জন্য সব রাজনৈতিক দলকে তাদের জোটের নাম এবং সম্ভাব্য প্রধানমন্ত্রীর নাম প্রস্তাবের নির্দেশ দিয়েছেন। 

দীর্ঘ দিনের বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম ও সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন দাবি করেছেন, তারা অন্য দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারবেন। কিন্তু দু’জনই কোনো দলের নাম প্রকাশ করেননি।

গত কয়েক বছরে মালয়েশিয়া তিন জন প্রধানমন্ত্রী পেয়েছে। দীর্ঘ দিন ধরে মালয়েশিয়ায় বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থা অবসানে বিপুল সংখ্যক ভোটার ভোট দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কোনো দলই নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় ফের রাজনৈতিক অচলাবস্থা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবারের নির্বাচনে আনোয়ারের পাকাতান হারাপান জোট পেয়েছে ৮২ আসন এবং মুহিদ্দিনের পেরিকাতান ন্যাশনাল জোট পেয়েছে ৭৩ আসন। অথচ সরকার গঠন করতে হলে প্রয়োজন ১১২ আসন। নির্বাচনে সবচেয়ে খারাপ ফল করেছে কয়েক দশক ধরে ক্ষমতায় থাকা প্রধামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের দল বারিসান ন্যাশনাল। দলটি পার্লামেন্টের ১৭৮ আসনের মধ্যে পেয়েছে মাত্র ৩০টি আসন।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়