ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্ল্যাটফর্মে উঠে গেলো মালবাহী ট্রেন, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ২১ নভেম্বর ২০২২   আপডেট: ১১:২৯, ২১ নভেম্বর ২০২২
প্ল্যাটফর্মে উঠে গেলো মালবাহী ট্রেন, নিহত ৩

ওড়িশায় লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মে উঠে মালবাহী ট্রেন। ছবি পিটিআই

ভারতের ওড়িশার কোড়াই স্টেশনে মালবাহী ট্রেন  লাইনচ্যুত হয়ে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন।

সোমবার (২১ নভেম্বর) সকালে ওড়িশার কোড়াই স্টেশনে অপেক্ষা করছিলেন যাত্রীরা। সে সময় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মের ওপরে উঠে যায়।

ভারতের পূর্ব উপকূলীয় রেলের পক্ষ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওড়িশার ভদ্রক রেল ডিভিশনের ভদ্রক-কপিলাস রোড রেল সেকশনের কোড়াই স্টেশনে সোমবার সকাল ৬টা ৫৪ মিনিটে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনের ৫৪টি বগির মধ্যে ৮টি বগি কোড়াই স্টেশনের একটি প্ল্যাটফর্মে উঠে যায়।

জাজপুরের পুলিশ সুপার জানান, এই ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। উদ্ধারকাজ শুরু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রেলের পক্ষ থেকে জানা গেছে, দুর্ঘটনার সময় প্ল্যাটফর্মে ভুবনেশ্বরমুখী লোকাল ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন যাত্রীরা। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্ল্যাটফর্মে উঠে যায় ট্রেন।

ধাক্কার জোরে স্টেশনের ওভারব্রিজে উঠে যায় মালবাহী ট্রেনের একটি বগি। প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

রেলের একজন কর্মকর্তা জানিয়েছেন, রেলের চিকিৎসক দলকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: আনন্দবাজার

/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়