ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জি-৭ এর সিদ্ধান্ত জ্বালানি বাজারকে অস্থিতিশীল করবে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ৫ ডিসেম্বর ২০২২  
জি-৭ এর সিদ্ধান্ত জ্বালানি বাজারকে অস্থিতিশীল করবে

জি-৭ দেশগুলো রাশিয়ার অপরিশোধিত তেলের দাম বেঁধে দেওয়ার ফলে বিশ্বের জ্বালানি বাজার অস্থিতিশীল হয়ে উঠবে। তবে এর কারণে ইউক্রেনে চলা রুশ সামরিক অভিযানে তেমন কোনো প্রভাব পড়বে না।

সোমবার (৫ ডিসেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা বলেছেন।

দিমিত্রি পেসকভ বলেন, ‌জি-৭ ভুক্ত দেশ এবং তাদের মিত্রদের বিরুদ্ধে কি ধরনের প্রতিক্রিয়া জানানো হবে তার প্রস্তুতি নিতে শুরু করেছে রাশিয়া। রাশিয়া এবং রাশিয়ার অর্থনীতির বিশেষ সামরিক অভিযান চালানোর মতো  প্রয়োজনীয় ক্ষমতা রয়েছে।

তিনি আরও বলেন, ‌রাশিয়ার তেলের দাম নির্ধারনের এই সিদ্ধান্ত বিশ্বের জ্বালানি শক্তির বাজারকে অস্থিতিশীল করে তুলবে।

এর আগে রাশিয়ার কয়েকজন কর্মকর্তা বলেছিলেন, মস্কো ক্যাপ মেনে চলা দেশগুলির কাছে তাদের তেল বিক্রি করবে না।

ইউক্রেনে হামলার জেরে মস্কোকে চাপে ফেলার অংশ হিসেবে গত শুক্রবার রাশিয়ার জ্বালানি তেলের দাম বেঁধে দিতে সম্মত হয় জি-৭ ও তার মিত্র দেশগুলো। সমঝোতা অনুযায়ী, সমুদ্রপথে আমদানি করা রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল প্রতি ব্যারেল ৬০ ডলারের বেশি দামে কেনা যাবে না। সূত্র: রয়টার্স, আল-জাজিরা।

মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়