ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইরানে আজারবাইজান দূতাবাসে হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ২৭ জানুয়ারি ২০২৩  
ইরানে আজারবাইজান দূতাবাসে হামলা

ইরানে আজারবাইজান দূতাবাসে হামলায় এক নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

আজারবাইজানীয় মন্ত্রণালয় বলেছে, ‘হামলাকারী গার্ড পোস্ট ভেদ করে একটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল দিয়ে প্রধান নিরাপত্তা কর্মীকে হত্যা করে।’

তেহরানে এই হামলায় দুই প্রহরীও আহত হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তার দেশের দূতাবাসে হামলাকে ‘সন্ত্রাসবাদী কাজ’ বলে অভিহিত করেছেন এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

আলিয়েভ টুইটারে বলেছেন, ‘আমি তেহরানে আজারবাইজানের দূতাবাসে সন্ত্রাসী কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাই।’

তেহরানের পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ প্রধানের বরাত দিয়ে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি দুই সন্তানকে নিয়ে দূতাবাসে প্রবেশ করেছিল এবং ‘ব্যক্তিগত আক্রোশ’ থেকে এই হামলা চালাতে পারে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়