ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রেমিককে খুঁজতে পুলিশকে ফোন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ৫ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১১:৩৭, ৫ ফেব্রুয়ারি ২০২৩
প্রেমিককে খুঁজতে পুলিশকে ফোন

প্রতীকী ছবি

কাঁদতে কাঁদতে পুলিশকে ফোন করলেন তরুণী, ‘স্যার, প্রেমিক আমাকে ছেড়ে পালিয়ে গেছে’।

কাকুতি-মিনতি করে ওই তরুণী বলেন, ‘ওকে খুঁজে দিন।’ এক তরুণীর কাছ থেকে এমন কথা শুনে কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তা। তরুণীকে সান্ত্বনা দিতে যাবেন, ঠিক সেই আবার ফোনের ওপার থেকে ভেসে এলো, ‘স্যার, ও আমার সঙ্গে কেন ব্রেক আপ করলো, এই কারণটাও জানতে চাইবেন দয়া করে।’

ঘটনাটি চিনের ঝেঝিয়াং প্রদেশের। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ওই তরুণীর ৬ বছরের প্রেমের সম্পর্ক। কিন্তু সেই সম্পর্ক আচমকাই ভেঙে দেন তার প্রেমিক। প্রেমিকের কোনও উত্তর না পেয়ে বিচলিত হয়ে পুলিশকে ফোন করেন তরুণী। তার কথা শুনে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা যা উত্তর দিয়েছেন, তা ভাইরাল হয়েছে।

তরুণীর মুখ থেকে সব শোনার পর ওই পুলিশ কর্মকর্তা প্রথমেই বলেন, ‘প্রেমিককে খোঁজা কি খুবই জরুরি?’ এ কথা শুনে আবার কাঁদতে শুরু করেন তরুণী। তিনি বলেন, ‘বুঝতে পারছি না, কেন আমার সঙ্গে এরকম আচরণ করলো। সেটাই জানতে হবে আমাকে।’

পুলিশ কর্মকর্তা তরুণীকে প্রশ্ন করেন, ‘আচ্ছা, আপনার সঙ্গে যদি আগে কোনও খারাপ আচরণ করে থাকে, তারপরেও কি প্রেমিকের সঙ্গে আবার সম্পর্ক রাখতে চাইবেন? তারচেয়ে প্রেমিকের মোবাইল নম্বর ব্লক করে দিন। ওর সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করুন। এটা ভাবুন যে, আপনার ভালোর জন্যই এই ঘটনা ঘটেছে।’ 

পুলিশের এই উত্তর শুনে স্তম্ভিত হয়ে যান তরুণীও।

সূত্র: আনন্দবাজার

/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়