ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর প্রকল্প বাতিল করছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ৬ জুলাই ২০২৪   আপডেট: ২০:২৭, ৬ জুলাই ২০২৪
অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর প্রকল্প বাতিল করছে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, তার সরকার অবৈধ অভিবাসীদের রুয়ান্ডা পাঠাবে না। তার পূর্বসূরি সরকারের পাস করা রুয়ান্ডা স্কিম বাতিল করা হবে। শনিবার এক সংবাদ সম্মেলনে স্টারমার এ কথা বলেছেন।

অভিবাসনপ্রত্যাশীদের আফ্রিকার দেশ রুয়ান্ডা পাঠাতে গত এপ্রিলে ‘রুয়ান্ডা স্কিম’ নামের একটি বিল পাস করা হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে। ওই সময় এই বিলটির বিরোধিতা করেছিল একাধিক মানবাধিকার সংগঠন। তবে সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী রিশি সুনাক এই বিলের ঘোর সমর্থক ছিলেন। আশ্রয়প্রার্থীদের নিয়ে রুয়ান্ডার উদ্দেশ্যে প্রথম ফ্লাইটটি আগামী ২৪ জুলাই উড়াল দেওয়ার কথা ছিল।

শনিবার কিয়ার স্টারমার জানিয়েছেন, তার নবগঠিত সরকার পূর্বসূরির নীতি অনুসরণ করবে না। রুয়ান্ডায় প্রকল্প শুরু হওয়ার আগেই এটি বাতিল করা হবে।

আরো পড়ুন:

তিনি বলেছেন, ‘রুয়ান্ডা প্রকল্পটি শুরু হওয়ার আগেই মৃত এবং এর কবর দেওয়া হয়েছে। এটি কখনই প্রতিবন্ধক ছিল না (অভিবাসীদের ছোট নৌকা পারাপারে), আমি এমন ছলনা চালিয়ে যেতে প্রস্তুত নই যা প্রতিরোধক হিসেবে কাজ করে না।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়