ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

যুক্তরাজ্যে ডানপন্থিদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৯, ৩ আগস্ট ২০২৪  
যুক্তরাজ্যে ডানপন্থিদের বিক্ষোভ

গুজবের ইস্যু ধরে যুক্তরাজ্যে ডানপন্থি বিক্ষোভকারীর সংঘাত ছড়িয়ে পড়েছে। শনিবার সংঘাত ঠেকাতে পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

সোমবার সাউথপোর্টের উত্তর-পশ্চিম সমুদ্রতীরবর্তী শহরটি সান্ডারল্যান্ডের একটি নাচের ক্লাসে সোমবার ছুরি হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিন শিশু নিহত ও আট জন আহত হয়। এ ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গুজব ছড়িয়ে পড়ে হামলাকারী মুসলিম যুবক। পুলিশ ওই তরুণের পরিচয় প্রকাশ না করলেও জানিয়েছে, সে মুসলিম নয়। এর পরেও ডানপন্থিরা একটি মসজিদে হামলা চালায়। বুধবার মধ্য লন্ডনে ডানপন্থিদের বিক্ষোভকালে ১০ নং ডাউনিং স্ট্রিটের কাছেই হোয়াইটহলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সহিংস বিক্ষোভকারীরা পুলিশ কর্মকর্তাদের দিকে বিয়ার ব্যারেল, অগ্নি নির্বাপক যন্ত্র এবং পাথর নিক্ষেপ করে। একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শনিবার নটিংহাম, ম্যাঞ্চেস্টার, বেলফাস্ট ও লিডসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করেছে। পুলিশ বিক্ষোভকারীদের ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়