ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

ইসরায়েল থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের সরিয়ে নিচ্ছে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ৮ আগস্ট ২০২৪   আপডেট: ১১:০৪, ৮ আগস্ট ২০২৪
ইসরায়েল থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের সরিয়ে নিচ্ছে কানাডা

কানাডা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে একটি আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কার মধ্যে তারা ইসরায়েল থেকে তাদের কূটনীতিকদের সন্তান ও তাদের অভিভাবকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কানাডিয়ান প্রেসের বরাত দিয়ে বৃহস্পতিবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের মধ্যে এবার ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। গাজা যুদ্ধ ইতিমধ্যে হাজার হাজার মানুষকে হত্যা এবং ব্যাপক ক্ষুধাসহ মানবিক সংকট সৃষ্টি করেছে।

গত সপ্তাহে লেবাননে হিজবুল্লাহ কমান্ডার এবং ইরানে হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। 

ইরান ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া এবং লেবানন হিজবুল্লাহর সামরিক কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।

বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এক বিবৃতিতে বলেছে, তারা কূটনীতিকদের সন্তান ও তাদের অভিভাবকদের একটি নিরাপদ তৃতীয় দেশে অস্থায়ীভাবে স্থানান্তরের অনুমোদন দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের তেল আবিবে কানাডা দূতাবাস, লেবাননের বৈরুতে কানাডা দূতাবাস, পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষে কানাডা প্রতিনিধি কার্যালয় সম্পূর্ণরূপে চালু রয়েছে এবং কনস্যুলার পরিষেবাসহ প্রয়োজনীয় পরিষেবা প্রদান চালিয়ে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক সশস্ত্র সংঘাত ও অপ্রত্যাশিত নিরাপত্তা পরিস্থিতির কারণে গত শনিবার কানাডা সরকার তার নাগরিকদের ইসরায়েল ভ্রমণে না যেতে সতর্কতা জারি করেছে। একইসঙ্গে গাজা এবং পশ্চিম তীরেও ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই সপ্তাহের শুরুতে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সাথে দেখা করে ইসরায়েল ও ইরান, সেইসাথে হিজবুল্লাহ এবং অন্যান্য ইরান-সংযুক্ত গোষ্ঠীর মধ্যে বর্ধিত সংঘর্ষের ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। 

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়