ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন পাঠাল যুক্তরাষ্ট্র
যুদ্ধবিমান বহনকারী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন
ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রবাহী একটি সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সাবমেরিনে থাকা ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হলো এগুলো সঠিক নিশানায় আঘাত হানতে অত্যন্ত কার্যকর।
সোমবার (১২) আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করার পাশাপাশি বিমানবাহী একটি রণতরীও দ্রুত মোতায়েন করার নিদের্শ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের পথে ছিল। এটিকে আরও দ্রুত গন্তব্যে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই রণতরীতে এফ-৩৫এস যুদ্ধবিমান রয়েছে।
সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ এবং হামাস নেতাদের হত্যার পর একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে।
ইরানের যেকোনো আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রের দৃঢ় সংকল্পের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র তার মিত্রকে রক্ষা করার জন্য ‘সকল সম্ভাব্য পদক্ষেপ নেবে’।
গত জুলাই তেহরানে হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার প্রতিক্রিয়া কীভাবে এবং কখন হতে পারে তার কোনো ইঙ্গিত বুঝতে ইরানকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ইরানিরা তাদের মাটিতে হামাস নেতা হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে এবং এর শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছে। হানিয়া হত্যাকাণ্ড নিয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি। তবে এর নেপথ্যে ইসরায়েল রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রোববার (১১ আগস্ট) এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অষ্টিন মধ্যপ্রাচ্যে গাইডেড ক্ষেপণাস্ত্র সাবমেরিন ‘ইউএসএস জর্জিয়া’ মোতায়েন করেছে। এছাড়া এফ-৩৫সি যুদ্ধবিমান বহনকারী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ এর যাত্রা আরও দ্রুত করার নির্দেশ দিয়েছেন। জাহাজটি ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে আরেকটি মার্কিন রণতরীকে প্রতিস্থাপনের পথে ছিল।
ইরান কী ধরনের প্রতিশোধ নিতে পারে তা এখনও স্পষ্ট নয়।
এদিকে, ইসরায়েলের ওপর আরেকটি সম্ভাব্য হামলা লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকেও আসতে পারে।
হিজবুল্লাহ তাদের সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকর হত্যাকাণ্ডের জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তেহরানে হামাস নেতা হানিয়া নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগে লেবাননে হামলা চালিয়ে ফুয়াদ শুকরকে হত্যা করে ইসরায়েল।
/ফিরোজ/