নির্বাচনী অনুদানের অর্থ নিজের ব্যবসায় বিনিয়োগ করেছেন ট্রাম্প
গত বছরের শেষের দিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওহিওর সিনেট আসনের জন্য গাড়ির ডিলারশিপের মালিক বার্নি মোরেনোকে অনুমোদন দেওয়ার ঘোষণা করেছিলেন। ট্রাম্প এমন একজন অপরীক্ষিত প্রার্থীকে অনুমোদন দিয়েছিলেন যিনি আরও অনেক বিশিষ্ট রিপাবলিকানদের তুলনায় কখনোই সরকারি দপ্তরে বা দায়িত্বে ছিলেন না।
দুই দিন পরে, মোরেনোর প্রচারাভিযান ট্রাম্পের মার-এ-লাগো রিসর্টে প্রায় ১৭ হাজার ডলার খরচ করে। এর পরের মাসে অতিরিক্ত ৭৯ হাজার ডলার খরচ করেন মোরেনো। এই ব্যয় তাকে ফ্লোরিডা ক্লাবের শীর্ষ রাজনৈতিক ব্যয়কারীদের মধ্যে একজন করে তোলে।
সিএনএনের বিশ্লেষণ অনুসারে, মোরেনো একাই নন, আরও অনেক রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের ব্যবসার পেছনে বিপুল অর্থ ব্যয় করেছে। ট্রাম্প নিজেও নির্বাচনী অনুদানের অর্থ নিজের ব্যবসায় বিনিয়োগ করেছেন। তিনটি প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় অনুদান হিসাবে পাওয়া ২৮ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ ব্যবসায় বিনিয়োগ করেছেন ট্রাম্প ও তার সহযোগী রাজনৈতিক গ্রুপগুলো। রাজনৈতিক সমর্থকদের উৎসাহকে ব্যক্তিগত লাভে রূপান্তর করেছেন ট্রাম্প।
অন্যান্য রিপাবলিকানরাও এই পথ অনুসরণ করেছে। সাবেক প্রেসিডেন্টের প্রতি আনুগত্য দেখানো জন্য তারা ট্রাম্পের সম্পত্তিতে লাখ লাখ ডলার ব্যয় করেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্পের ব্যবসায় সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন এমন কিছু প্রার্থী হলেন নতুন রাজনীতিবিদ যারা অতীতের নির্বাচনী অভিজ্ঞতা বা সাফল্যের অভাব সত্ত্বেও সাবেক প্রেসিডেন্টের অনুমোদন পেয়েছেন। এদের মধ্যে মোরেনো, জর্জিয়া সিনেটের সাবেক প্রার্থী হার্শেল ওয়াকার এবং অ্যারিজোনা সিনেটের সম্ভাব্য প্রার্থী কারি লেক।
ঢাকা/শাহেদ