ঢাকা     বুধবার   ১৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩১ ১৪৩১

‘ট্রাম্পের অহংবোধ নিয়ে খেলেছিলেন পুতিন’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ২৫ আগস্ট ২০২৪  
‘ট্রাম্পের অহংবোধ নিয়ে খেলেছিলেন পুতিন’

মার্কিন গণতন্ত্রে রাশিয়ার হস্তক্ষেপ এবং উপদেষ্টাদের আপত্তি সত্ত্বেও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। ট্রাম্পের সাবেক শীর্ষ সহযোগী তার নতুন একটি বইতে এ দাবি করেছেন।

ট্রাম্পের দ্বিতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টারের কাছ থেকে পর্দার পিছনের নতুন এই বিবরণ এসেছে। ট্রাম্প যখন তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং মার্কিন কর্মকর্তারা নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করেছেন তখনই এই তথ্য ফাঁস হলো।

ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত তার স্মৃতিকথা থেকে ম্যাকমাস্টার বলেছেন, ২০১৮ সালে তিনি তার স্ত্রীকে বলেছিলেন ‘এই চাকরির এক বছরেরও বেশি সময় পরে, আমি ট্রাম্পের উপর পুতিনের নিয়ন্ত্রণের বিষয়টি বুঝতে পারছি না।’

আরো পড়ুন:

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ম্যাকমাস্টার ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছিলেন। তিনি জানান, শুরু থেকেই ভ্লাদিমির পুতিন ও রাশিয়ার আলোচনা ‘প্রেসিডেন্টের সাথে করা কঠিন ছিল।’

ম্যাকমাস্টার জানান, ‘অতি আত্মবিশ্বাসী’ প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের প্রথম দিকে পুতিনের সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নত করতে চেয়েছিলেন।

কিন্তু রাশিয়ান প্রেসিডেন্ট ‘একজন নির্দয় প্রাক্তন কেজিবি অপারেটর, যিনি ট্রাম্পের অহংবোধ ও নিরাপত্তাহীনতার সাথে চাটুকারিতা দিয়ে খেলেছেন। শক্তিশালীদের প্রতি তার সখ্যতা এবং তার বিশ্বাস যে তিনি একাই পুতিনের সাথে একটি ভাল সম্পর্ক তৈরি করতে পারেন- সেই বিষয়টির প্রতি তার দুর্বলতা প্রকাশ করেছিলেন ট্রাম্প।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়