ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

গাজায় নিহত ৬১ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ৭ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২০:৪৩, ৭ সেপ্টেম্বর ২০২৪
গাজায় নিহত ৬১ ফিলিস্তিনি

গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি সামরিক হামলায় ৪৮ ঘন্টার মধ্যে কমপক্ষে ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় চিকিৎসকরা শনিবার এ তথ্য জানিয়েছেন।

জাবালিয়া শহুরে শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত লোকদের জন্য আশ্রয়স্থল হিসাবে ব্যবহৃত হালিমা আল-সাদিয়া স্কুল প্রাঙ্গণে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আটজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে হামলাটি কম্পাউন্ডের ভিতরে হামাসের একটি কমান্ড সেন্টারকে লক্ষ্য করে চালানো হয়েছিল। তবে হামাস জানিয়েছে, সেখানে তাদের কোনো কমান্ড সেন্টার ছিল না।

গাজা শহরের একটি বাড়িতে হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন।

আরেকটি ইসরায়েলি হামলায় আমর ইবনে আলা স্কুলে চারজন নিহত এবং ২৫জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে গাজা শহরের শেখ রাদওয়ান শহরতলির বাস্তুচ্যুত পরিবারগুলোও রয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক হামলায় এ পর্যন্ত ২৮ জন নিহত হয়েছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়