ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

১৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ৮ সেপ্টেম্বর ২০২৪  
১৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

আরজি করের ঘটনার প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় অভিনব মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যার পরে সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ পথজুড়ে হাত হাত ধরে দাঁড়িয়েছেন মানুষ। খবর আনন্দবাজার অনলাইন।

এই কর্মসূচিতে সমাজের সর্বস্তরের মানুষকে শামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে। বহু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে মানববন্ধনে যুক্ত হচ্ছেন।

সোমবার আরজি কর মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। তার আগে রোববার রাতে অভূতপূর্ব প্রতিবাদ দেখছে কলকাতা। শহর ও শহরতলির নানা প্রান্তে নানা ভাবে মানুষ প্রতিবাদ জানাচ্ছেন। কেউ রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন, কেউ মিছিল করছেন, কেউ আবার কালো বেলুন উড়িয়ে চাইছেন বিচার।

রোববার সন্ধ্যায় আরজি করের ঘটনার প্রতিবাদে সপরিবার পথে নেমেছেন মানুষ। রাস্তা আটকে বিক্ষোভ দেখানো হচ্ছে সিঁথির মোড় এলাকায়। মানববন্ধন উঠে এসেছে রাস্তার মাঝে। বয়স্ক নাগরিকেরাও সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মানববন্ধনে শামিল হয়েছেন। সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় হাতে হাত ধরে দাঁড়িয়ে আছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন থেকে মোবাইলের আলো জ্বেলে প্রতিবাদের বার্তা দিচ্ছেন সাধারণ মানুষ। 

প্রসঙ্গত, ৯ আগস্ট আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো পশ্চিমবঙ্গ।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়