‘কলম্বাস নয়, বরং ভারতীয় নাবিক আমেরিকা আবিষ্কার করেছিলেন’
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
ভারতের মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দর সিং পারমার বলেছেন, কলম্বাস নয়, বরং এক জন ভারতীয় নাবিক আমেরিকা আবিষ্কার করেছিলেন। ভারতীয় শিক্ষার্থীদের ভুল শেখানো হচ্ছে। কলম্বাস ও ভাস্কো দা গামার প্রসঙ্গ ইতিহাসের বই থেকে বাদ দেওয়া হবে।
মঙ্গলবার বরকতুল্লাহ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় পারমার এই মন্তব্য করেছেন।
পারমার দাবি করেন, ভাসুন নামের একজন ভারতীয় নাবিক ‘অষ্টম শতাব্দিতে আমেরিকায় গিয়েছিলেন এবং সান দিয়েগোতে বেশ কয়েকটি মন্দির তৈরি করেছিলেন, যেগুরো এখনো সেখানে একটি জাদুঘরে নথিভুক্ত এবং গ্রন্থাগারগুলোতে সংরক্ষিত রয়েছে।’
তিনি বলেন, ‘যখন আমরা সেখানে গিয়েছিলাম, আমরা তাদের সংস্কৃতি, মায়া সভ্যতাকে এর সঙ্গে একীভূত করে গড়ে তুলতে সাহায্য করেছি, ভারতের চিন্তাভাবনা এবং দর্শনের পদ্ধতি ছাত্রদের শেখানো উচিত ছিল… যদি কিছু শেখানোর প্রয়োজন হয় তবে তা সঠিকভাবে শেখানো উচিত ছিল। আমাদের পূর্বপুরুষরা আমেরিকা আবিষ্কার করেছিলেন, কলম্বাস নয়।’
পারমার অবশ্য এখানেই থামেননি।
তিনি বলেছেন, দ্বাদশ শতাব্দিতে চীনের রাজধানী বেইজিংয়ের স্থপতিও ছিলেন একজন ভারতীয়। নাম বাল বাহু। তিনি ছিলেন নেপালের বাসিন্দা, যে দেশটি প্রাচীনকালে ভারতেরই ছিল।
মধ্যপ্রদেশের এই শিক্ষামন্ত্রী এবার বিজ্ঞান নিয়েও কথা বলেছেন।
তিনি বলেছেন, ‘হাজার বছর আগে, যারা ঋগবেদ লিখেছিলেন তারা উল্লেখ করেছিলেন, চাঁদ তার মূল গ্রহ, পৃথিবীর চারপাশে ঘোরে এবং পৃথিবী তার পিতামাতা, সূর্যের চারদিকে ঘোরে। এর অর্থ হল আমাদের পূর্বপুরুষরা সূর্যকে স্থির বলে মনে করেছিলেন, পৃথিবী, চাঁদ এবং অন্যান্য সমস্ত গ্রহ এর চারপাশে ঘোরে।’
ঢাকা/শাহেদ