ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শতাধিক বন্দি বিনিময়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ১৪ সেপ্টেম্বর ২০২৪  
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শতাধিক বন্দি বিনিময়

রাশিয়া ও ইউক্রেন নিজেদের মধ্যে শতাধিক যুদ্ধবন্দি বিনিময় করেছে। প্রত্যেক পক্ষ ১০৩ জনকে মুক্তি দিয়েছে বলে শনিবার রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক অঞ্চলে ইউক্রেন যাদের বন্দি করেছিল সেসব সেনাকে মুক্ত করা হয়েছে।

ইউক্রেনীয় বাহিনী গত মাসে রাশিয়ায় তাদের প্রথম বড় অনুপ্রবেশের সময় সেখানকার অঞ্চল দখল করে।

আরো পড়ুন:

বন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘আলোচনা প্রক্রিয়ার ফলস্বরূপ, কুরস্ক অঞ্চলে বন্দি ১০৩ রুশ সেনাকে কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ফিরিয়ে আনা হয়েছে। বিনিময়ে ইউক্রেনের 103 জন যুদ্ধবন্দিকে হস্তান্তর করা হয়েছে।’

আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ২০৬ জন বন্দি বিনিময়ের বিষয়টি মধ্যস্থতা করেছে। এটি আমিরাতের অষ্টম মধ্যস্থতা ছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়