ঢাকা     মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩০ ১৪৩১

লেবাননে পেজার বিস্ফোরণে নিহত ৮, আহত ২৭৫০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ১৭ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২২:১৫, ১৭ সেপ্টেম্বর ২০২৪
লেবাননে পেজার বিস্ফোরণে নিহত ৮, আহত ২৭৫০

লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা ও চিকিৎসকসহ আট জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি মানুষ।যোগাযোগের জন্য ব্যবহৃত তাদের পেজারগুলো বিস্ফোরণের পর এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

 দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ জানিয়েছেন, পেজার বিস্ফোরণের পর অন্তত আটজন নিহত এবং দুই হাজার ৭৫০ জন আহত হয়েছেন।

হিজবুল্লাহর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, পেজারের বিস্ফোরণটি ছিল ইসরায়েলের সাথে প্রায় এক বছরের যুদ্ধের মধ্যে ‘সবচেয়ে বড় নিরাপত্তা লঙ্ঘন।’

গত অক্টোবরে গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহ আন্তঃসীমান্ত যুদ্ধে লিপ্ত হয়েছে। সম্প্রতি এই যুদ্ধের তীব্রতা বেড়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বিস্ফোরণের বিষয়ে রয়টার্সের অনুসন্ধানের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ইরানের মেহের বার্তা সংস্থা জানিয়েছে, লেবাননে ইরানের রাষ্ট্রদূত মোজতাবা আমানি একটি বিস্ফোরণে আহত হয়েছেন। রয়টার্স তাৎক্ষণিকভাবে এর সত্যতা নিশ্চিত করতে পারেনি।

তিনটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সম্প্রতি হিজবুল্লাহর পেজারগুলোর সর্বশেষ যেসব মডেল এনেছিল সেগুলোই বিস্ফোরিত হয়েছে।

বিস্ফোরণের ঢেউ প্রাথমিক বিস্ফোরণের পরে প্রায় এক ঘন্টা স্থায়ী হয়েছিল। স্থানীয় সময় ৩টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছিল। ডিভাইসগুলো কিভাবে বিস্ফোরিত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়