ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

নেতানিয়াহুর প্রতি উষ্মা ফরাসি প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ৬ অক্টোবর ২০২৪  
নেতানিয়াহুর প্রতি উষ্মা ফরাসি প্রেসিডেন্টের

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্তব্যে রোববার উষ্মা প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি নেতা পরোক্ষভাবেই বলেছেন, নেতানিয়াহু অপ্রাসঙ্গিক ও বাহুল্য মন্তব্য করেন।

চলতি সপ্তাহে এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ গাজায় হামলা বন্ধে পশ্চিমাদের ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা বলেছিলেন। তিনি বলেছেন, ‘অগ্রাধিকার হচ্ছে... গাজায় যুদ্ধের জন্য আমাদের অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়া। ফ্রান্স ইসরায়েলকে কোনো অস্ত্র দেয় না।’

রোববার নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্টকে নাম ধরে ডেকেছেন এবং ফ্রান্সের তীব্র সমালোচনা করেছেন। নাম ধরে সম্বোধনের বিষয়টিকে ‘অসম্মানজনক’ বলে উল্লেখ করেছেন ম্যাক্রোঁ।

ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ফ্রান্স ইসরায়েলের অবিচল বন্ধু। নেতানিয়াহুর কথাগুলো ফ্রান্স এবং ইসরায়েলের মধ্যে বন্ধুত্বের জন্য অতিরিক্ত এবং অপ্রাসঙ্গিক। আমাদের অবশ্যই কূটনৈতিক সমাধানে ফিরে যেতে হবে।’

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়