ঢাকা     সোমবার   ০৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২০ ১৪৩১

পুতিনের কাছে গোপনে করোনা শনাক্তকরণ যন্ত্র পাঠিয়েছিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ৮ অক্টোবর ২০২৪   আপডেট: ২২:৪৮, ৮ অক্টোবর ২০২৪
পুতিনের কাছে গোপনে করোনা শনাক্তকরণ যন্ত্র পাঠিয়েছিলেন ট্রাম্প

করোনা মহামারির সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে গোপনে কোভিড-১৯ শনাক্তকরণের নতুন যন্ত্র পাঠিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তার মেয়াদ শেষ হওয়ার পরেও পুতিনের সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন। ট্রাম্পের সাবেক সহযোগীর বরাত দিয়ে বব উডওয়ার্ডের আসন্ন বই ‘ওয়ার’-এ এই দাবি করা হয়েছে।

উডওয়ার্ড লিখেছেন,  ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর থেকে পুতিনের সঙ্গে  ‘সম্ভবত সাতবার ফোনে কথা হয়েছে।’

করোনার সংক্রমণ যখন বিশ্বে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে তখন ট্রাম্প গোপনে পুতিনকে পরীক্ষার যন্ত্র পাঠিয়েছিলেন। তবে পুতিন এই যন্ত্র পাঠানোর বিষয়টি গোপন রাখতে ট্রাম্পকে অনুরোধ করেছিলেন।

আরো পড়ুন:

পুতিন ট্রাম্পকে বলেছিলেন,‘অনুগ্রহ করে কাউকে বলবেন না যে আপনি এগুলো আমাকে পাঠিয়েছেন।’

জবাবে ট্রাম্প বলেছিলেন, ‘আমি কাউকে পাত্তা দেই না।’

প্রতি উত্তরে পুতিন বলেছিলেন, ‘না, না। আমি কাউকে এ কারণে বলতে মানা করছি যে, লোকজন আপনার ওপর ক্ষেপবে, আমার ওপর নয়। তারা আমাকে পাত্তা দেয় না।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়