ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

হিজবুল্লাহর দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ১০ অক্টোবর ২০২৪   আপডেট: ১৫:২৮, ১০ অক্টোবর ২০২৪
হিজবুল্লাহর দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বৃহস্পতিবার ভোরে দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর দুই কমান্ডারকে হত্যা করেছে। খবর টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলেছে, নিহতদের মধ্যে একজন হলেন আহমেদ মুস্তফা আলহাজ আলী।তিনি কিরিয়াত শমোনা শহরে শত শত রকেট এবং অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য দায়ী ছিলেন। 

অন্যজন হলেন অ্যান্টি-ট্যাঙ্ক কর্পসের কমান্ডার মুহাম্মদ আলী হামদান। তিনিও উত্তর সীমান্ত এলাকায় অনেক হামলার পেছনে ছিলেন বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর।

ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের যুদ্ধবিমানগুলো দক্ষিণ লেবানন ও বৈরুতে  হিজবুল্লাহর বেশ কয়েকটি অস্ত্রাগার ধ্বংস করেছে। 

হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

লেবাননে দুই সপ্তাহের বেশি সময় ধরে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। গত ৩০ সেপ্টেম্বর দক্ষিণ লেবাননে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, স্থল যুদ্ধে হিজবুল্লাহর চরম প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল স্থল যুদ্ধের সময় ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন।  

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আলন ব্রিগেডের ৫০৩০তম ব্যাটালিয়নের এক সদস্য বুধবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে লড়াইয়ের সময় নিহত হয়েছেন। এসময় আরও একজন সেনা সদস্য গুরুতরভাবে আহত হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইসরায়েল সরকারের তথ্যানুসারে, গত ৩০ সেপ্টেম্বর দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল স্থল অভিযান শুরু করার পর থেকে ১২ জন সেনা নিহত হয়েছেন।

তবে হিজবুল্লাহ বলছে, তারা এখন পর্যন্ত কমপক্ষে ২৫ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়