ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

ফের লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ১১ অক্টোবর ২০২৪   আপডেট: ২২:২৪, ১১ অক্টোবর ২০২৪
ফের লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলা

দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একটি পর্যবেক্ষণ টাওয়ারের কাছে দুটি বিস্ফোরণের পরে দুই সেনা আহত হয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল।

গত ৪৮ ঘণ্টার মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ হামলার ঘটনা ঘটলো।

ইউনিফিল এক বিবৃতিতে বলেছে, এটি ‘গুরুতর পরিস্থিতি’। জাতিসংঘের কর্মীদের এবং সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এর আগে বৃহস্পতিবার ইউনিফিল জানিয়েছিল, দক্ষিণ লেবাননের নাকুরাতে ইউনিফিলের পর্যবেক্ষণ টাওয়ার লক্ষ্য করে ইসরায়েলি ট্যাংক থেকে গোলা ছোড়া হয়েছিল। ওই সময় টাওয়ার থেকে পড়ে দুই ইন্দোনেশীয় শান্তিরক্ষী আহত হয়।

শুক্রবারের হামলা প্রসঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরায়েলি সেনারা তাদের বাহিনীর বিরুদ্ধে একটি ‘তাৎক্ষণিক হুমকি’ চিহ্নিত করে এবং ‘হুমকির দিকে গোলা ছুড়েছিল। এর পরে জাতিসংঘের দুই শান্তিরক্ষী আহত হয়েছে।

আইডিএফ জানিয়েছে, তারা ঘটনার কয়েক ঘণ্টা আগে জাতিসংঘের কর্মীদের ‘সুরক্ষিত স্থানে সরে যেতে এবং সেখানে থাকতে’ সতর্ক করেছিল।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়