ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

আরব-আমেরিকান সমর্থকদের সঙ্গে দেখা করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ২ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:০৯, ২ নভেম্বর ২০২৪
আরব-আমেরিকান সমর্থকদের সঙ্গে দেখা করলেন ট্রাম্প

আসছে মঙ্গলবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস। 

শনিবার (২ নভেম্বর) আল জাজিরার খবরে বলা হয়েছে, প্রচারের শেষ পর্যায়ে এসে দারুণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মধ্যপ্রাচ্য ইস্যু। কারণটা হলো, মুসলিম ভোট ব্যাংক।

এবার এমন এক সময়ে মার্কিন নির্বাচন হচ্ছে, যখন গাজায় টানা এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলের আগ্রাসন চলছে। হিজবুল্লাহর ‘হুমকি’ দমনের নামে ইসরায়েল যুদ্ধ চালাচ্ছে লেবাননেও। এমন আবহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী ট্রাম্প ও কমলা দুজনই জোরেশোরে দাবি করছেন, তারা মধ্যপ্রাচ্যে শান্তি চান।  

আরো পড়ুন:

দোদুল্যমান অঙ্গরাজ্য জয়ের চেয়ে এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে আরব আমেরিকানদের মন জয় করা। শুক্রবার (১ নভেম্বর) ডোনাল্ড ট্রাম্প মিশিগানের ডিয়ারবর্ন শহরে আরব আমেরিকান সমর্থকদের সাথে দেখা করেছেন। সেখানে ভোটারদের কাছে তিনি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। 

ডিয়ারবর্নে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৩-১ ব্যবধানে জিতেছিলেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। কিন্তু শহরটির অনেক বাসিন্দা গাজায় ইসরায়েলের যুদ্ধের জন্য বাইডেন-হ্যারিস প্রশাসনের সমর্থনে হতাশ।

 

ডিয়ারবর্নের দ্য গ্রেট কমনার রেস্তোরাঁয় আরব-আমেরিকান সমর্থকরা ব্যাপক করতালির মাধ্যমে ট্রাম্পকে স্বাগত জানান। এসময় ট্রাম্পের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের বৃহত্তম আরব-সংখ্যাগরিষ্ঠ শহরটির বাসিন্দা আলবার্ট আব্বাস বলেন, ‘বর্তমান প্রশাসন (বাইডেন-হ্যারিস) মানবতার সব দিক থেকে চরমভাবে ব্যর্থ হয়েছে।’

আব্বাস আরো বলেন, ‘আমরা আশা নিয়ে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দিকে তাকিয়ে আছি এবং এমন একটি সময়ের কল্পনা করছি যেখানে শান্তির বিকাশ হবে, বিশেষ করে লেবানন ও ফিলিস্তিনে।’

ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ফিলিস্তিন মুছে ফেলার আমরা নীরবে দাঁড়িয়ে থাকতে পারি না। অনুগ্রহ করে রক্তপাত বন্ধ করতে আমাদের সাহায্য করুন। মানুষের জীবনের উপর অর্থ এবং ক্ষমতার কোনো পরিমাণকে প্রাধান্য দেওয়া উচিত নয়।’

ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে লড়াই বন্ধ করার আহ্বান জানিয়ে ট্রাম্পও মন্তব্য করেন।

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বলেন, ‘আমি লেবাননের অনেক মানুষকে চিনি এবং আমাদের এই পুরো জিনিসটি শেষ করতে হবে। আমরা শান্তি চাই। আমরা পৃথিবীতে শান্তি চাই, সর্বত্র, সর্বত্র।’ 

ট্রাম্প আরও বলেন, ‘তারা (আরব মুসলিমরা) চমৎকার মানুষ এবং আমি তাদের খুব প্রশংসা করি।’

বিশ্লেষকরা বলছেন- মিশিগানের মতো ‘দোদুল্যমান’ অঙ্গরাজ্যে মুসলিম ভোটারদের কমলার প্রকাশ্য বিরোধিতা গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। অন্য রাজ্যগুলোতেও নির্বাচনী প্রচারে মুসলিমদের ক্ষোভের মুখে পড়ছেন কমলা। অন্যদিকে ভোটার টানতে একেক সময়ে ইসরায়েল ও ফিলিস্তিনের পক্ষে পরস্পরবিরোধী প্রতিশ্রুতি দিলেও আনপ্রেডিক্টেবল ট্রাম্পের পক্ষেই বাজি ধরতে চাচ্ছেন মুসলিম ভোটাররা।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়