ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

পাকিস্তানের রেলস্টেশনে বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ২৬

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:২৭, ৯ নভেম্বর ২০২৪
পাকিস্তানের রেলস্টেশনে বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ২৬

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় আজ শনিবার ভোরে বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটার রেলস্টেশনের একটি টিকিট কাউন্টারে এই বোমা বিস্ফোরণ হয়।

স্থানীয় একজন পুলিশ কমকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির। 

স্থানীয় পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আকরাম টেলিফোনে আনাদোলুকে জানান, এখন পর্যন্ত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।

এর আগে স্থানীয় একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা মুহাম্মদ বালোচ জানান, এটি একটি আত্মঘাতী বোমা হামলা বলে মনে হচ্ছে।

তিনি আরও জানান, খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারের উদ্দেশ্যে একটি স্ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার সময় সেটির টিকিট কাউন্টারে বিস্ফোরণ ঘটে।

কর্তৃপক্ষ আশঙ্কা করছে, স্টেশনে অনেক যাত্রীর উপস্থিতির কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। কোয়েটার সিভিল হাসপাতালে ক্ষতিগ্রস্তদের জরুরি চিকিৎসার জন্য অতিরিক্ত চিকিৎসক ও কর্মকর্তারা কাজ করছেন। 

কোনো গোষ্ঠী এখনও এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ, ইসলামাবাদ-এর একটি প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত পাকিস্তানে ৭৮৫টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ৯৫১ জন নিহত এবং ৯৬৬ জন আহত হয়েছে।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়