ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে ওষুধ পাচ্ছে না ইরান
ইরানের বিমান চলাচলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে জীবনরক্ষাকারী ওষুধ আমদানি করতে পারছে না তেহরান।
আজ শনিবার ইরানের একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ইরনা।
ইরানের উন্নয়ন ও ব্যবস্থাপনা সম্পদ বিষয়ক প্রশাসনের উপ প্রধান মির্জা জাদেহ ইরনাকে বলেন, নিষেধাজ্ঞাগুলো বিমান পরিবহনে সরাসরি প্রভাব ফেলেছে, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম আমদানি ও সরবরাহের জন্য সমস্যা তৈরি করেছে।
তিনি উল্লেখ করেন, বিধিনিষেধ থাকা সত্ত্বেও খাদ্য ও ওষুধ প্রশাসন জরুরি ওষুধ ও চিকিৎসা চাহিদা মেটাতে যথাসাধ্য চেষ্টা করছে।
তিনি জানান, বিশেষ এয়ার করিডোর ব্যবহার করা, আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি ও দেশীয় উৎপাদন সহায়তায় বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য অনুসরণ করা সমাধানগুলোর মধ্যে রয়েছে।
ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ায় ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে বলে অভিযোগ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। এই অভিযোগে গত মাসের ১৪ তারিখে ইউরোপের এই জোট ইরান এয়ার, মাহান এয়ার এবং সাহা এয়ারলাইন্সসহ তিনটি ইরানি বিমান সংস্থার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করে।
/ফিরোজ/