ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩১

ইরানির বিরুদ্ধে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ আনলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ৯ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:২১, ৯ নভেম্বর ২০২৪
ইরানির বিরুদ্ধে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ আনলো যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার জন্য ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ডস কর্পসের নির্দেশে একটি কথিত ষড়যন্ত্রের জন্য এক ইরানর বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে বিচার বিভাগ বলেছে, ফরহাদ শাকেরি নামের ওই ইরানি আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়েছিলেন, তাকে গত ৭ অক্টোবর ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়েছিল।’ শাকেরি আইন প্রয়োগকারী সংস্থাকে আরো জানিয়েছিলেন, তিনি আইআরজিসির নির্দেশিত সময়সীমার মধ্যে এমন একটি পরিকল্পনা প্রণয়ন করতে চান না।

এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শনিবার এক বিবৃতিতে বলেছেন, এই দাবিটি ‘আমেরিকা ও ইরানের মধ্যকার বিষয়গুরোকে জটিল করার’ জন্য ইসরায়েল এবং দেশের বাইরে ইরানবিরোধীদের একটি ‘বিদ্বেষমূলক’ চক্রান্ত।

আরো পড়ুন:

মার্কিন বিচার বিভাগ ৫১ বছর বয়সী শাকেরিকে তেহরানে বসবাসকারী বিপ্লবী গার্ডের সদস্য হিসাবে বর্ণনা করেছে। তিনি ছোটবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছিলেন এবং ২০০৮ সালের দিকে ডাকাতির অভিযোগে তাকে ফেরত পাঠানো। বর্তমানে শাকেরি পলাতক এবং ইরানে আছেন বলে বিশ্বাস করা হচ্ছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়