ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

ট্রাম্পের নতুন প্রশাসন

পিট হেগসেথের প্রতিরক্ষামন্ত্রী হওয়ার ঘোষণায় মার্কিন কর্মকর্তারা অবাক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ১৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:৩৮, ১৩ নভেম্বর ২০২৪
পিট হেগসেথের প্রতিরক্ষামন্ত্রী হওয়ার ঘোষণায় মার্কিন কর্মকর্তারা অবাক

যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্থানীয় সময় মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে তার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথের নাম ঘোষণা করেন।

পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের নিউজ চ্যানেল ফক্স নিউজের একজন হোস্ট বা সঞ্চালক এবং তিনি দীর্ঘদিন সেনাবাহিনীতে কাজ করেছেন।

বুধবার (১৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন লিখেছে, ট্রাম্পের নতুন প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথের নাম ঘোষণা অবাক করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাদের। কারণ ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কিছুদিন ধরে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছিল, সেখানে বিবেচিত ছিলেন না ফক্স নিউজের এই উপস্থাপক।

আরো পড়ুন:

ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একজন কমকর্তা সিএনএনকে বলেন, ‘আসলে আনুষ্ঠানিক ঘোষণার আগে পিট হেগসেথের নাম খুব কমই আলোচনায় ছিল। তাই সবাই কেবল হতবাক হয়েছে।’

অন্য আরেকজন প্রতিরক্ষা কর্মকর্তা যিনি প্রতিরক্ষামন্ত্রীর পদে সম্ভাব্য প্রার্থীর বিষয়ে খোঁজখবর রাখছিলেন, তিনি  কেবল ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার কয়েক ঘন্টা আগে পিটের সম্ভাবনা সম্পর্কে জানতে পেরেছিলেন। অন্যান্য মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মতো তিনিও নাম প্রকাশ না করার শর্তে সিএএনকে বলেন, কী প্রতিক্রিয়া জানাবেন তা তিনি বুঝতে পারছেন না। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রীর পদে ৪৪ বছর বয়সী পিট হেগসেথকে বেছে নেওয়ার কথা জানিয়ে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প।

পোস্টে ট্রাম্প বলেন, ‘পিট একজন বলিষ্ঠ ও স্মার্ট মানুষ। তিনি ‘আমেরিকা ফার্স্ট’ (আমেরিকা প্রথম) নীতির একজন সত্যিকারের বিশ্বাসী। শত্রুদের তিনি জানাতে চান, পেটের নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনী আবার দুর্দান্ত হবে। যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে পড়বে না।’

বিবিসি বলছে, আফগানিস্তান ও ইরাকে দায়িত্ব পালন করার পাশাপাশি মার্কিন সেনাবাহিনীতে কাজ করার দীর্ঘ রেকর্ড রয়েছে পিট হেগসেথের। ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে। 

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প। তার আগেই প্রশাসনে সাজাতে শুরু করেছেন তিনি। ট্রাম্প ইতিমধ্যে তার প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি নোয়েমের নাম ঘোষণা করেছেন।

এদিকে সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিওকে নিয়োগ দিতে যাচ্ছেন ট্রাম্প। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হতে পারেন ফ্লোরিডার সিনেটর মাইকেল ওয়ালৎস। আর পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিও) প্রধান হচ্ছেন ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র লি জেলডিন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়