বিস্ফোরণে নিহত তালেবানের উদ্বাস্তুবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী
আফগানিস্তানে তালেবানের উদ্বাস্তুবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী খলিল রহমান হাক্কানি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। রাজধানী কাবুলে একটি বিস্ফোরণে নিহত হয়েছেন বলে তার ভাগ্নে আনাস হাক্কানি বুধবার জানিয়েছেন।
২০২১ সালে আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী প্রত্যাহার করার পর খলিল হাক্কানি তালেবানের অন্তর্বর্তী সরকারে মন্ত্রী হয়েছিলেন। তিনি হাক্কানি নেটওয়ার্কের একজন সিনিয়র নেতা ছিলেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুসারে, বিদেশি সেনাদের সঙ্গে ২০ বছর ধরে চলা যুদ্ধে বড় বড় হামলাগুলোর জন্য দায়ী ছিল হাক্কানি নেটওয়ার্ক।
তালেবান ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানে সন্ত্রাসী হামলা বেশ কমে এসেছে। তবে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের স্থানীয় শাখা এখনো আফগানিস্তানে সক্রিয়। তারাই দেশটিতে তালেবানদের ওপর বোমা হামলার জন্য দায়ী।
ঢাকা/শাহেদ