ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান, দস্যুদের অস্ত্র ও নৌকা জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ২১ নভেম্বর ২০২০  
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান, দস্যুদের অস্ত্র ও নৌকা জব্দ

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের তালপট্টি সংলগ্ন গাড়াল এর বড় খালে অভিযান চালিয়ে কৈখালী স্টেশনের কোস্টগার্ড সদস্যরা বনদস্যুদের ব্যবহৃত অস্ত্র ও নৌকা জব্দ করেছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে জব্দকৃত অস্ত্র ও নৌকা শ্যামনগর থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড।

এর আগে ১৯ নভেম্বর সকালে কোস্টগার্ড অভিযানের সময় দস্যুদের ফেলে যাওয়া একটি পাইপগান, একটি ডিঙি নৌকা ও সোলার প্লেটসহ বনদস্যুদের ব্যবহৃত কিছু সরঞ্জাম উদ্ধার করে।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা সাব লে. এম মমিনুল ইসলাম জানান, কোস্ট গার্ডের সদস্যরা পশ্চিম সুন্দরবনের তালপট্টি সংলগ্ন খালে অভিযানকালে টের পেয়ে বনদস্যু সেলিম ও মাসুম বাহিনীর সদস্যরা বনের মধ্যে পালিয়ে যায়।

শাহীন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়