ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মেহেরপুরে ১০ ইটভাটায় ৬০ লাখ টাকা জরিমানা 

মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ১৯ জানুয়ারি ২০২১  
মেহেরপুরে ১০ ইটভাটায় ৬০ লাখ টাকা জরিমানা 

অবৈধ পন্থায় ইটভাটা পরিচালনার দায়ে মেহেরপুরের গাংনী উপজেলার ১০ ইটভাটা থেকে ৬০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর থেকে পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জোনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসান। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসান জানান, জেলার বেশিরভাগ ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট পোড়ানো ও বিক্রি কার্যক্রম চলছে। ইট পোড়ানোর মাধ্যমে পরিবেশ দূষণ হচ্ছে। অপরদিকে ইটভাটাগুলোর যথাযথ কর্তৃপক্ষের সনদও নেই। 

গাংনী উপজেলার আকুবপুরে অবস্থিত জোয়ার্দ্দার ইটভাটা থেকে আট লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরে ওই এলাকার সমতা ব্রিকস, থ্রি স্টার ব্রিকস, রূপসা ব্রিকস, ফাইভ স্টার ব্রিকস, একতা ব্রিকস, বেস্ট ব্রিকস, বস ব্রিকস, ভিশন ও জনতা ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়। 

চলমান এ অভিযানের শেষ খবর পাওয়া পর্যন্ত ১০টি ইটভাটা থেকে ৬০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে অবৈধ ইটভাটাগুলোও গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

মহাসিন আলী/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়