ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভারতের প্রজাতন্ত্র দিবস: বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ২৬ জানুয়ারি ২০২১  
ভারতের প্রজাতন্ত্র দিবস: বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ফাইল ছবি

ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে মঙ্গলবার (২৬ জানুয়ারি)। 

এ কারণে বেনাপোল বন্দর ও পেট্টাপোল বন্দর দিয়ে মঙ্গলবার সকাল থেকে উভয় দেশের মধ্যে আমদানি- রপ্তানি বন্ধ রয়েছে।

দিনটি উপলক্ষে নো ম্যানস ল্যান্ডে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ বাংলাদেশি বিজিবিকে মিষ্টি উপহার দেন। এছাড়াও নানান কর্মসূচির আয়োজন করা হয়। তবে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রেভিনিউ অফিসার শহিদুল ইসলাম জানান, ভারতের প্রজাতন্ত্র দিবসের কারণে সেদেশে সরকারি ছুটি। এ কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বুধবার সকালে থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

রিটন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়