ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

মেহেরপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০২, ১ এপ্রিল ২০২১  
মেহেরপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

মেহেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় জোহা শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা- অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস.এম আব্দুস সালাম এ রায় দেন। 

সাজাপ্রাপ্ত জোহা শেখ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামের ফরমান শেখের ছেলে। 

সাজাপ্রাপ্ত জোহা শেখ পলাতক রয়েছে। আটকের দিন থেকে তার সাজা শুরু হবে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গোপন তথ‌্যের ভিত্তিতে ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর তৎকালীন গাংনী থানার এসআই মকবুল হোসেনের নেতৃত্বে বামুন্দি-কাজিপুর সড়কের ঝোড়াঘাট-কল্যাণপুরের মাঝামাঝি আনিচুর রহমানের মেহগনি বাগানের কাছে একটি নসিমনকে থামতে সংকেত দেয়। নসিমনে থাকা জোহা সেসময় দৌড়ে পালিয়ে যায়। পরে নসিমনে তল্লাশি চালিয়ে ১৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

ওই ঘটনায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৩(খ) ১৯(৪)৩৩ ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। 

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এসআই দেলোয়ার হোসেন মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১১ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি জোহা দোষী প্রমানিত হওয়ায় আদালত তাকে ওই সাজা প্রদান করেন। আসামি পলাতক থাকায় তার আটকের দিন থেকে সাজা শুরু হবে। 

মামলার রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আসাদুল আজম খোকন কৌঁশুলি ছিলেন।

মহাসিন আলী/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়