ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারত থেকে দেশে ফেরা আরও ৫০ নাগরিক বাধ্যতামূলক আইসোলেশনে 

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ৯ মে ২০২১  
ভারত থেকে দেশে ফেরা আরও ৫০ নাগরিক বাধ্যতামূলক আইসোলেশনে 

ভারতে বাংলাদেশ দূতাবাস থেকে বিশেষ অনুমতি নিয়ে যশোরের বেনাপোল হয়ে দেশে ফেরা আরও ৫০ জনকে বাধ‌্যতামূলক আইসোলেশনে রাখা হয়েছে।

শনিবার রাত ৯টা থেকে রোববার (৯ মে) সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৫০ জন বিশেষ ব্যবস্থায় ভারত থেকে দেশে ফিরেছেন। 
বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান জানান, ভারত থেকে ফেরা ৫০ জনকে ১৪ দিনের বাধ্যতামূলকভাবে আইসোলেশনে (সঙ্গ নিরোধ) রাখা হয়েছে। যশোরের আইসোলেশন কেন্দ্রগুলো পরিপূর্ণ হয়ে যাওয়ায় ফেরত আসা লোকজনদের মাগুরায় পাঠানো হয়েছে। মাগুরা শহরের ঢাকা রোডের সৈকত ও ভায়না এলাকার ঈগল আবাসিক হোটেলে তাদের রাখা হয়েছে।

মো. কামরুজ্জামান আরও জানান, দেশে ফেরা করোনা ‘নেগেটিভ’ ব্যক্তিদের মাগুরা  শহরের ঢাকা রোডে সৈকত আবাসিক হোটেলে ৩০ জন, ভায়না এলাকার হোটেল ঈগলে ১৮ জন ও অন্য অসুখে আক্রান্ত ২ জনকে সদরের ২৫০ শয্যা হাসপাতালে আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। আরও কিছু মানুষকে ফেরার অনুমতি দিয়েছে দূতাবাস।

মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক‌্যাল অফিসার আবু সাইদ জানান, ভারত ফেরত ওইসব যাত্রিদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলাতে। তারা এখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। এ সময় মাগুরা স্বাস্থ্য বিভাগের কর্মীরা নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা করবেন বলেও তিনি জানান।

শাহীন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়