ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যশোরে শনাক্তের হার ২৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ১২ জুন ২০২১  
যশোরে শনাক্তের হার ২৭ শতাংশ

যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মারা গেছে চারজন।

জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শাহনেওয়াজ শনিবার (১২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ক্ষুদে বার্তায় এ তথ্য জানান।  

মেডিকেল অফিসার ডা. শাহনেওয়াজ জানান, আজ শনিবার সকাল থেকে আগের ২৪ ঘণ্টায় জেলায় ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে শনাক্তের হার পাওয়া গেছে ২৭ শতাংশ। একই সময়ে চারজনের মৃত্যু হয়েছে।  

যশোর জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. আকতারুজ্জামান জানান, হাসপাতালে রোগী ভর্তির চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছে, যা নির্ধারিত শয্যার দ্বিগুণ। বর্তমানে হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ৬৪ জন ও আইসোলেশন ওয়ার্ডে ৪২ জন ভর্তি রয়েছেন বলে জানান ডা. আকতারুজ্জামান।

করোনা সংক্রমণ রোধে যশোর পৌরসভা ও নওয়াপাড়া পৌরসভায় ঘোষিত লকডাউন কার্যকর করতে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, গত ১৬ দিন ধরে যশোরে করোনা শনাক্তের হার উদ্বেগজনক। যে কারণে করোনা নিয়ন্ত্রণে প্রতিনিয়ত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। শুক্রবার (১১ জুন) ৩৮টি মামলা দিয়ে জরিমানাও আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

রিটন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়