ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৪৩ 

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ১১ জুলাই ২০২১  
চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৪৩ 

চুয়াডাঙ্গায় করোনা পরিস্থিতি লাগামহীনভাবে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জন ও করোনা উপসর্গে ৩ জনসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ১৩৭ জনের। এছাড়া ৪৬৬টি নমুনায় ১৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ৩০.৬৮ শতাংশ।

রোববার (১১ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপালের আবাসিক মেডিক‌্যাল অফিসার (আরএমও) ডা. এ এস এম ফাতেহ্ আকরাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আরএমও জানান, জেলায় করোনায় মোট আক্রান্ত ৪ হাজার ৫৪৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৮২ জন। জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৩০ জন। এদের মধ্যে বর্তমানে ১২৩ জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেড ও ইয়োলো জোনে চিকিৎসাধীন রয়েছেন। বাকি ১ হাজার ৭০৭ জন হোম আইসোলেশনে এবং জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন রয়েছেন।

মামুন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়