ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চুয়াডাঙ্গায় ১০০ জনের করোনা শনাক্ত, ৫ মৃত্যু

চুয়াডাঙ্গা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ১৯ জুলাই ২০২১  
চুয়াডাঙ্গায় ১০০ জনের করোনা শনাক্ত, ৫ মৃত্যু

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন ৫ জন। এর মধ্যে করোনায় ১ জন উপসর্গ নিয়ে ৪ জনের মৃত‌্যু হয়।

সোমবার (১৯ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপালের আবাসিক মেডিক‌্যাল অফিসার (আরএমও) ডা. এ এস এম ফাতেহ্ আকরাম বিষয়টি জানিয়েছেন।

আরএমও  জানান, গতকাল ৩৯৬ জনের নমুনায় ১০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।পরীক্ষার বিবেচনায় শনাক্তে হার ২২.২৫ শতাংশ। 
বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ২ হাজার ১১৯ জন। এদের মধ্যে ১ হাজার ৯৮৯ জন হোম আইসোলেশনে এবং ১৩০ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, ১৫০ বেডের ডেডিকেটেড হাসপাতালে কোরোনা রোগীদের চাপ সামলাতে আরো ৫০ বেড বাড়িয়ে ২০০ বেডে উন্নীত করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

মামুন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়