ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শরীফুল হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন 

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ২১ অক্টোবর ২০২১  
শরীফুল হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন 

যশোরের বাঘারপাড়া এলাকার বাসিন্দা শরীফুল ইসলাম হত্যা মামলার ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত।  এছাড়া দণ্ড প্রাপ্ত আসামিদের বিভিন্ন অঙের অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে তথ্য প্রমাণ না থাকায় মামলার অপর ছয় আসামিকে খালাস দিয়েছেন বিচারক। 

বৃহস্প‌তিবার (২১অক্টোবর) খুলনার দ্রুত বিচার ট্রাইব‌্যুনা‌লের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা ক‌রেন। রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জিয়াউর রহমান জিয়া (পলাতক), আব্দুল্লাহ (পলাতক) ইকবাল (পলাতক), আলম, কামাল ও নাঈম। 

আসামিদের মধ্যে জিয়াকে এক লাখ ২৫ হাজার টাকা জ‌রিমানা ও অনাদা‌য়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড এবং বাকিদের ৫ হাজার টাকা করে জ‌রিমানা এবং অনাদায়ে প্রত্যেককে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

মামলার সং‌ক্ষিপ্ত বিবরনী থে‌কে জানা গেছে, ২০১৫ সা‌লের ৯ জুন পূর্ব শত্রুতার জেরে য‌শো‌রের বাঘারপাড়া এলাকার শরীফুল ইসলামের ওপ‌রে হামলা চালায় আসা‌মিরা। চি‌কিৎসাধীন অস্থায় হাসপাতালে শরীফুল মারা যান। এ ঘটনায় শরীফু‌লের চাচা‌তো ভাই শাহ আলম বা‌দি হ‌য়ে বাঘারপাড়া থানায় মামলা দায়ের ক‌রেন। তদন্ত কর্মকর্তা সর‌জিৎ কুমার ঘোষ একই বছ‌রের ৬ সে‌প্টেম্বর ১২ জনকে অভিযুক্ত করে আদাল‌তে চার্জশিট দা‌খিল ক‌রেন।

নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়