ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রার্থিতা ফিরে পেলেন নৌকার মেয়র প্রার্থী খালেক

ঝিনাইদহ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ৮ জুন ২০২২  
প্রার্থিতা ফিরে পেলেন নৌকার মেয়র প্রার্থী খালেক

শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটেছে। উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী আব্দুল খালেক। রায়ের ফলে স্বস্তি ফিরেছে নৌকার শিবিরে।

বুধবার (৮ জুন) দুপুরে উচ্চ আদালতের রায়ে নির্বাচন কমিশনের আদেশ এক মাসের জন্য স্থগিত করেন। ফলে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে আর বাধা থাকলো না ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আব্দুল খালেকের। আদালতের রায়ের পর তিনি জয়ের ব্যাপারে আশাবাদী বলে সাংবাদিকদের জানান।

হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

গত ২ জুন নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেয়র প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন প্রশাসন) মো, মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করার পর নৌকার শিবিরে হতাশা নেমে আসে। বন্ধ হয়ে যায় প্রচারণা।

১৫ জুন ঝিনাইদহ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী আব্দুল খালেক, স্বতন্ত্র কাইয়ুম শাহারিয়ার জাহেদী হিজল, আওয়ামীলীগ থেকে বহিষ্কৃত মিজানুর রহমান মাসুম এবং ইসলামী অন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. সিরাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। 
 

রাজিব/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়