ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, জরিমানা

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ৮ জুন ২০২২  
অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, জরিমানা

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে মাংস বিক্রেতা ও গরুর মালিক আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামানন্দ পাল।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে গরুর মালিক মো. মনির মৃধাকে ৩০ হাজার ও মাংস বিক্রেতা মো. শিমুল মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

রামানন্দ পাল বলেন, ‘মনির মৃধার একটি গাভী তিনদিন আগে অসুস্থ হয়ে পড়লে জবাই করে নহাটা বাজারে মাংস বিক্রি করতে থাকেন। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গরুর মালিক ও মাংস বিক্রেতাকে আটক করা হয়। মাংসগুলো জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জড়িত দুইজনকে জরিমানা করা হয়।’

শাহীন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়